Patabahar

আপনারা কোন ধরনের চা পাতাগুলো অফার করেন?

জি আমরা শুধুমাত্র টি গোল্ড স্পেশাল অফার করি, তবে খুব শীঘ্রই আমরা গ্রিন টি সহ আরও অন্যান্য পণ্য অন্তর্ভুক্ত করবো।

আপনারা কোথায় থেকে চা পাতা সোর্স করেন?

আমরা আমাদের এলাকার ফ্যাক্টরি থেকে আমরা নিজে গিয়ে ভালো করে দেখে বুঝে একবারে ফ্রেশ চা পাতা নিয়ে আসি।

আপনাদের চা পাতা কি অর্গানিক ভাবে তৈরি করা হয়?

জি আমাদের চা পাতা একেবারে অর্গানিক ভাবে তৈরি করা হয়, একদম প্রাকৃতিক নিয়ম অনুযায়ী।

আপনাদের চার রং এবং লিকার কি ভালো হবে?

একবার আমাদের চা খেলে, এর লিকারের স্বাদ মিনিমাম ৩-৫ ঘন্টা জিহ্বায় লেগে থাকবে। আমাদের চা পাতার এতটাই লিকার যে ঘুমানোর ৩-৫ ঘন্টা আগে খাওয়া একদমই ঠিক নয়। যদি আপনি সঠিক নিয়ম মেনে চা বানান, তাহলে অবশ্যই এর স্বাদ এবং রঙ অসাধারণ পাবেন।

আচ্ছা বলুন তো কিভাবে আমার চা পাতাগুলো ভালো করে সংরক্ষণ করে রাখতে পারি?

জি প্রথমত আপনার চা পাতাগুলো এমন একটি পাত্রে রাখুন যেখানে বায়ু ঢোকার সম্ভাবনা একেবারেই কম। প্লাস্টিক কন্টেইনার এড়িয়ে চলুন কারণ প্লাস্টিক কনটেইনারে আপনার চা পাতাগুলো রাখলে আপনার চা পাতার ফ্লেভারটি নষ্ট করে দিবে এছাড়া ও প্লাস্টিক কনটিনারে অনেক কেমিক্যাল থাকে। এর পরিবর্তে আপনি, টিনের কন্টেইনার ব্যবহার করতে পারেন, যেন আপনার চা পাতা সব সময় শীতল থাকে। যথাযথ সম্ভব অন্ধকার জায়গায় সংরক্ষণ করুন যাতে আপনার চা পাতার সতেজতা এবং সাদ বজায় থাকে।

আপনাদের চা পাতা কতদিন পর্যন্ত তাজা থাকে?

আপনি যদি সঠিকভাবে চা পাতাগুলো সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে আমাদের চা পাতাগুলো দুই বছর পর্যন্ত তাজা থাকতে পারে। যাইহোক সেরা সাধের জন্য এবং সেরা ফ্লেভারের জন্য আমরা এক বছরের মধ্যে সেগুলো খাওয়ার পরামর্শ দেই।

আপনারা কি আলাদাভাবে শুধু পাতা অফার করেন?

জিনা, দুঃখিত আমরা আলাদাভাবে কোন চা পাতা অফার করিনা।

আপনারা কি tea bag অফার করেন?

জিনা, দুঃখিত।

আপনাদের চা পাতার স্বাস্থ্যের জন্য উপকারিতা কি?

আমাদের চা পাতারগুলি এন্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ যার ফলে আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেনিফিট আছে যেমন : • আপনি মানসিক চাপ থেকে ফ্রি থাকতে পারবেন। • আপনি যদি প্রতিদিন অন্তত তিন কাপ চা পান করেন। তাহলে আপনার হতাশার ঝুঁকি ৩৭ শতাংশ কমবে। • আর আপনি যদি ডায়াবেটিস রোগে আক্রান্ত থাকেন তাহলে আপনি রঙ চা গ্রহণ করতে পারেন যার ফলে আপনার শরীরের কোষ থেকে ১৫ গুণ বেশি ইনসুলিন বের হবে আর এই ইনসুলিনটা যদি পর্যাপ্ত পরিমাণে নির্গত হয় তাহলে আপনি ডায়বেটিস নিয়ন্ত্রণে রাখাটা অনেক সহজ হয়ে যাবে। এছাড়াও আরো বেশ কিছু রোগের ঝুঁকির হ্রাস সহ বিভিন্ন স্বাস্থ্য সুবিধা প্রদান করতে পারে।

দৈনিক কতবার চা খাওয়া উচিত?

রং চা এর ক্ষেত্রে আপনি প্রতিদিন তিন থেকে ছয় কাপ খেতে পারবেন আর দুধ চার ক্ষেত্রে প্রতিদিন দুই থেকে তিন কাপ খাওয়াটাই উচিত।

আমি কি একই সাথে অনেকগুলো চা পাতা নিতে পারব?

জি অবশ্যই পারবেন।

আপনার চা পাতা কিভাবে প্রক্রিয়া করা হয়?

আমাদের চা পাতাগুলি ঐতিহ্যগত প্রক্রিয়াকরণ পদ্ধতির মধ্য দিয়ে যায় যার মধ্যে রয়েছে শুকিয়ে যাওয়া, ঘূর্ণায়মান, অক্সিডেশন এবং প্রাকৃতিক স্বাদ সংরক্ষণের জন্য শুকানো।

প্রতি কাপের জন্য কত চামচ চা পাতা ব্যবহার করা উচিত ?

রং চায়ের জন্য এক চা চামচ এবং দুধ চায়ের জন্য দুই চামচ ব্যবহার করা উচিত ।

প্রোডাক্ট ভালো না হলে কি ফেরত দিতে পারব?

জ্বী অবশ্যই পারবেন, তবে আমাদের প্রোডাক্টে কমতি কি আছে সেটা আমাদের সাথে শেয়ার করতে হবে যেন আমরা এটার দ্রুত সমাধান করতে পারি ।

আপনারা কি গ্রিন টি সেল করেন?

জিনা, দুঃখিত আমরা গ্রিন টি সেল করি না।

ছবির চায়ের কালার এর সাথে আপনাদের চায়ের কালার মিলবে তো?

জি অবশ্যই ১০০% মিলবে। আপনি যদি সঠিক নিয়ম অবলম্বন করে থাকেন।

অর্ডার করলে কত দিনের মধ্যে পণ্য হাতে পাব?

অর্ডার কনফার্ম হওয়ার পর দুই থেকে একদিনের মধ্যে পেয়ে যাবেন।

আপনার চা পাতায় কি কোনো আর্টিফিশিয়াল স্বাদ বা প্রিজারভেটিভ আছে?

জিনা, আমাদের চা পাতায় আর্টিফিশিয়ালি কোন স্বাদ এবং রং থেকে মুক্ত। একবারে 100% প্রাকৃতিক।

আমি কিভাবে বুঝব যে আপনারা চা পাতা একদম ফ্রেশ দিয়েছেন?

তাজা চা পাতা মনোরম সুবাস এবং প্রাণবন্ত রং থাকবে।

এই চা পাতা দিয়ে কি ফ্লেভারযুক্ত কোল্ড-টি বানানো যাবে?

অবশ্যই ! আমাদের চা পাতা ফ্লেভারযুক্ত কোল্ড-টি বানানোর জন্য ব্যবহার করতে পারেন।
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop